ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম: তেলবাহী লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের ছালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন (২১) ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ (১৭)।
 
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মোটরসাইকেল আরোহী দুই যুবককে তেলবাহী একটি লরি ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল আমিন মারা যান।

গুরুতর আহতাবস্থায় রাব্বি শেখ নামে আরেক মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 
নিহত দু’জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।