দোকানিকে ছুরিকাঘাতের পর বিক্ষোভ করেন মার্কেটের কর্মচারীরা
চট্টগ্রাম: নগরীর চকবাজার থানাধীন মতি টাওয়ারের একটি বুটিকসের দোকানে বিক্রীত পণ্য বদলে না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় মার্কেটের উত্তেজিত দোকানি ও কর্মচারীরা বিক্ষোভ করে।
চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চকবাজার থানার এসআই পল্টু বড়ুয়া বাংলানিউজকে জানান, নাফিজা ফ্যাশন নামের একটি বুটিকসের দোকান থেকে বেলা একটার দিকে এক তরুণী কিছু পণ্য কেনেন।
বিকেলে তিনি আসেন পণ্য বদলাতে। এ সময় দোকানের কর্মচারীরা অস্বীকৃতি জানালে ওই তরুণী তার ভাইকে খবর দেন। একপর্যায়ে কয়েকজন বন্ধুসহ ভাই এসে দোকানি লিটু চক্রবর্তীকে ছুরিকাঘাত করেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় শাহি এমরান নামের একজনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ।
এমরান পুলিশকে জানিয়েছে, দোকানি ওই তরুণীর সঙ্গে খারাপ আচরণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এআর/এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।