এর অাগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত শোভাযাত্রায় দাঁড়ানো নিয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে কিছুক্ষণ মুখোমুখি অবস্থানে থাকার পর অাবারও সংঘর্ষে লিপ্ত হন তারা।
এ সময় সোহরাওয়ার্দী হলে গিয়ে এক পক্ষের লোকজন অারেক পক্ষের কর্মীদের কক্ষ ভাংচুর করেন। খবর পেয়ে ভাংচুর হওয়া ওইসব কক্ষের ছাত্রলীগ কর্মীরা অপর পক্ষের কর্মীদের কক্ষ ভাংচুর করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, 'সোহরাওয়ার্দী হলে ২০টি কক্ষ ভাংচুর হয়েছে। বিষয়টি অামরা খতিয়ে দেখছি। '
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
জেইউ/টিসি