বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, জন্মলগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সফল সাহসী সংগঠন হিসেবে ইতিহাসে গৌরবের স্থান দখল করে আছে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার আয়োজনে মেয়র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মেয়র বলেন, শিক্ষা, শান্তি, প্রগতির মতো মানবীয় স্লোগান দিয়ে গড়ে ওঠা এ সংগঠন তারুণ্যের উচ্ছল প্রাণবন্যায় ইতিহাসকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
তিনি বঙ্গবন্ধুর ভাষায় বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। ইতিহাসের বাঁকে বাঁকে পথ পরিক্রমায় এ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন। ১৬ কোটি মানুষের বিশ্বাস ও আস্থার ঠিকানা এ সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগ ছাত্রদের আস্থা ও বিশ্বাস নিয়ে নিরলস দায়িত্ব পালন করে যাবে।
তিনি আশা করেন, ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অহংকার ও স্বর্ণালি অতীতের পথ ধরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অশুভ শক্তির পরাজয় নিশ্চিত করে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ছাত্রলীগ।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক কাউন্সিলর আবদুল কাদের, নাজমুল হক ডিউক, নগর যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, হেলাল উদ্দিন হেলাল, কেন্দ্রীয় ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, সাইফুল আলম লিমন, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ রাসেলসহ নগর ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে পাঠানটুলী নাজিরপুলে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস।
তিনি বলেন, ঐতিহ্য গৌরব সংগ্রামের সংগঠন ছাত্রলীগের ব্যানার, পদ ব্যবহার করে ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই।
তিনি ছাত্রলীগ নেতাদের সংগঠনকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এইচএম সোহেল, আওয়ামী লীগ নেতা জাকারিয়া জকু, ইদ্রিস কাজেমী, মো. আসলাম, ফরিদ আহমদ, আবদুর রশিদ লোকমান, কপিল উদ্দীন বকুল, আসার উল্লাহ আদিল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, আবদুল আজিজ, ওসমান ফারুক বিবলু, মফিজুর রহমান দুলাল, রুবেল আহমদ বাবু, শাকিল মাহমুদ, এমরান আলী মাসুম, সাজ্জাদ হোসেন শুভ ও মারুফ বিন হানিফ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এআর/টিসি