বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দামপাড়ার জননেতা জহুর আহমদ চৌধুরীর বাসভবনে সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলের নৌকা উপহার দেন মেয়র। এরপর তারা নগর আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়, সংগঠনের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা আয়োজনসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত আরও মজবুত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তারা সর্বক্ষেত্রে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতি অটুট রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি, সরকার ও আওয়ামী লীগের উজ্জ্বল ভাবমূর্তি সমুন্নত রাখার সর্বাত্মক প্রায়াস নেওয়া এবং গঠনতন্ত্রের আলোকে সংগঠনকে পরিচালনার বিষয়ে উভয়ে ঐক্যমত্য পোষণ করেন।
এ সময় নগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমদ, বখতেয়ার উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইছা, রায়হান ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এআর/টিসি