অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ। সঙ্গে ছিলেন এসআই ইরফান রাজীব, আরিফুল ইসলাম ও মুহাম্মদ নাজমুল।
গ্রেফতারকৃতরা হলেন- কাঞ্চননগর ইউনিয়নের দুলছড়ি এলাকার মৃত ফকির মুহাম্মদের ছেলে মুহাম্মদ ইসহাক (৭৫), তার ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন (৩২), বটতলি এলাকার মৃত আহমদ ছফার ছেলে মুহাম্মদ কালু, সুন্দরপুর ইউনিয়নের আহমদ রশীদের ছেলে মাসুদ রানা (৩০), নানুপুর ইউনিয়নের মৃত শফিকুল আলমের ছেলে মুহাম্মদ জসীম উদ্দিন (৪৫), মধ্য রোসাংগিরী ইউনিয়নের মৃত মুহাম্মদ ইউনুচের ছেলে মুহাম্মদ এসকান্দর আলী (২০) ও খিরাম ইউনিয়নের মৃত নুর মুহাম্মদের ছেলে কামাল উদ্দিন (৪০)।
থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪২ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমইউ/টিসি