ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বান্ডেল প্রিমিয়ার লিগ ক্রিকেটের পুরস্কার বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
বান্ডেল প্রিমিয়ার লিগ ক্রিকেটের পুরস্কার বিতরণ বান্ডেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন যুবলীগ নেতা ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: বস গ্রুপ আয়োজিত বান্ডেল প্রিমিয়ার লিগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুপার চ্যালেঞ্জার দলকে পরাজিত করে বান্ডেল ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়েছে।

সমাপনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে সব ইউকেট হারিয়ে সুপার চ্যালেঞ্জার ৪২ রান সংগ্রহ করে। জবাবে বান্ডেল ইংল্যান্ড দল ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৩ রান তুলে নেয়।

বান্ডেল ইংল্যান্ড দল ৪ উইকেটে জয়লাভ করে।

পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

বান্ডেল রোড সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের প্রধান সর্দার মাইয়াদিন সর্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য এসএম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, নগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, এআর কামরুল ইসলাম, যুবনেতা এয়াছিন ভুঁইয়া, সর্দার পুচণ্ডি দাশ ও সালাউদ্দিন।

কৃষ্ণ দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ন দাশ, অরুণ দাশ, অর্জন দাশ, সাবোশ দাশ, সঞ্চয় দাশ, নাদিম দাশ, সবুজ দাশ, বিজয় দাশ, রিকি দাশ, জয় দাশ, সাজিব দাশ।

আম্পায়ার ছিলেন আশিক দাশ, রাজু দাশ। টুর্নামেন্টের সেরা খেলোয়ার উত্তম, সেরা বোলার ওম দাশ, সেরা ফিল্ডার কৃষ্ণ দাশ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।