এর মধ্যে ২০১৬-১৭ সাল পর্যন্ত বকেয়া দাবি ছিল ৮২ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ২৪৩ কোটি টাকা। চলতি অর্থবছরের হাল দাবি ছিল ৩ কোটি ১২ লাখ ৮১ হাজার ৭৪২ টাকা।
রেলওয়ের কাছ থেকে ৫০ লাখ টাকার চেক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চসিকের ৫ নম্বর রাজস্ব সার্কেলের উপ কর কর্মকর্তা (ডিটিও) মহিউদ্দিন সরওয়ার চৌধুরী রেলওয়ের কাছ থেকে চেকটি গ্রহণ করেন।
তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ৫৭টি প্রতিষ্ঠানের কাছে চসিকের পৌরকর (গৃহকর ও রেইট) বাবদ পাওনা রয়েছে ১১৮ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৬৩৫ টাকা।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এআর/টিসি