চট্টগ্রাম: পটিয়া উপজেলার পাচুরিয়া-চরকানাই এলাকায় রান্নার চুলা থেকে আগুন লেগে পুড়ে গেছে বসতঘর। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল পৌন ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসে আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ফারুক মাস্টারের কাঁচা বসতঘরে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। স্টেশন অফিসার রণধীর দত্তের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এআর/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।