শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার দু পা-ই থেঁতলে গেছে।
পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য অহিদুল আলম।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ওই এলাকায় সড়কের পাশে ভিক্ষা করছিলেন সালাম।
সালামের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তার দুটো পা-ই কেটে ফেলতে হবে। বেঁচে থাকার সম্ভাবণাও খুব কম।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএইচ/টিসি