শনিবার (৬ জানুয়ারি) দুপুরে চসিক পরিচালিত ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস মিলনায়তনে আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, চলতি বছর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সংস্কারের জন্য ৮৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।
প্রত্যেককে সচ্ছতা, সততা ও জবাবদিহীতার ভিত্তিতে বিবেক দ্বারা পরিচালিত হওয়ার পরামর্শ দিয়ে মেয়র আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়,তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়।
মেডিকেল টেকনিশিয়ানদের জনগণের সন্তুষ্টি বিবেচনায় দায়িত্ব পালনেরও আহবান জানান মেয়র।
ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাটসের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মোহাম্মদ জাহেদুর রহমান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম আকতার চৌধুরী,ডা. প্রীতি বড়ুয়া, প্রভাষক ডা. পলাশ দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাশেষে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের মাঝে অ্যাপ্রোন ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন মেয়র ।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এসবি/টিসি