তিনি বলেন, ‘আমরা কয়জনকে পাহারা দিব। এই জন্য সবার মনিটরিং প্রয়োজন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাউজানে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করে দেয় তারা শিক্ষক না। তারা মানুষের বিশ্বাস নষ্ট করছে। তারা কেউ রেহায় পাবে না। তাদের শাস্তি পেতেই হবে। ’
দেশে ৯৯.৪৭ শতাংশ শিক্ষার্থীকে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর শিক্ষাক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এই বছরে বাজেটেও শিক্ষাক্ষেত্রে বরাদ্ধ বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৯৯.৪৭ শতাংশ ছেলে-মেয়েকে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছি। অবশ্যই এর মধ্যে ২-৩ শতাংশ ছেলে মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে না। তবে তারাও আসবে একটু সময়ের প্রয়োজন। ’
দেশে ১ কোটি ৬২ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে উল্লেখ করে শিক্ষা্মন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১ কোটি ৬২ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩০ শতাংশ ছাত্রীদের আর ১০ শতাংশ দেওয়া হচ্ছে ছাত্রদের। ’
শিক্ষা্মন্ত্রী বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে যখন বক্তব্যে বাংলাদেশের শিক্ষার পরিসংখ্যান তুলে ধরি তখন তারা আশ্চর্য হয়ে যায়। তারা বলে, ‘‘আমাদের দেশে জনসংখ্যা আছে ৭০ লাখ আর তোমাদের ৫ কোটি শিক্ষার্থী। তাদের মেইনটেইন করতে হিমশিম খাও না। ’’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বিশেষ অতিথির বক্তব্যে মো.সোহরাব হোসাইন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে বারবার শিক্ষা মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়। এটির সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। শিক্ষামন্ত্রণালয় শুধু মনিটরিং করে। প্রশ্ন সংক্রান্ত সব বিষয় শিক্ষা বোর্ডের কাজ।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু.মোহসিন চৌধুরী প্রমুখ।
দু দিনব্যাপী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময় :১৯০৯ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১৭
জেইউ/টিসি