বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সংসদ সদস্য বিএস হারুন, রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, মওলানা আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিশর, ইরান, ইন্দোনেশীয়া, ভারত ও তাঞ্জানিয়ার ক্বারীরা উপস্থিত ছিলেন।
পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে মিডিয়া ভিত্তিক হাফেজদের জন্য জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আসর।
এরই মধ্যে অনুষ্ঠানটি দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। বাংলাদেশে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার ও আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার প্রবল আগ্রহ তৈরি হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজরা বিশ্বসেরা হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। ২০১৮ সালের প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের জন্য আহবান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমইউ/টিসি