শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে শেষে তিনি নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান।
সেখানে মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন ও ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর সাথে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহিদা ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এসবি/টিসি
।