ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে মাদক উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিও পেল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
সন্দ্বীপে মাদক উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিও পেল পুলিশ

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলায় দুই মাদক বিক্রেতার কাছ থেকে ইয়াবা উদ্ধার করতে গিয়ে বেশকিছু অস্ত্রশস্ত্র পেয়েছে পুলিশ। 

শনিবার (০৬ জানুয়ারি) রাতভর উপজেলার বাউরিয়া এলাকায় শফি সুকানীর বাড়ির পাশে এই অভিযান চালানো হয়।

সেখান থেকে মো. রুবেল (২৫) ও আরিফ মঈন উদ্দিন রাসেল (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

  এসময় রুবেলের কাছে ৭০ পিস এবং ‍রাসেলের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আলমগীর বাংলানিউজকে জানিয়েছেন, ইয়াবাসহ দুজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি ঝোপের মধ্যে অভিযান চালিয়ে কালো ব্যাগে ভর্তি ৬টি দেশিয় তৈরী পাইপগান, ১টি দেশিয় এলজি, ১ রাউন্ড কার্তুজ ও ১ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

‘মাদক বিক্রেতার কাছে এত অস্ত্র কিভাবে এল সেটি আমরা তদন্ত করে দেখছি।   তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।   কাল (সোমবার) শুনানি হবে। ’ বলেন ওসি

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।