রোববার (৭ জানুয়ারি) রাঙ্গুনিয়ায় তাঁর পরিবারের সদস্যদের কাছে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় সমিতির অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সেকান্দর হোসেন, উওর জেলা যুবলীগ নেতা কাজী রাশেদ, মো. লোকমান, লাভু বারি উপস্থিত ছিলেন।
তারা বলেন, স্বাধীন বাংলাদেশে মো. ইউসুফের মতো একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাবে, তা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শুধু চট্টগ্রাম সমিতিই নয় ওমানের ৮ লাখ প্রবাসী বাংলাদেশি তাঁর পাশে থাকবে।
তাঁর সুস্থতা কামনা করে মহান আল্লাহ কাছে বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমইউ/টিসি