ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসুস্থ সাংসদ ইউসুফের পাশে চট্টগ্রাম সমিতি ওমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
অসুস্থ সাংসদ ইউসুফের পাশে চট্টগ্রাম সমিতি ওমান অসুস্থ সাংসদ ইউসুফের পাশে চট্টগ্রাম সমিতি ওমান

চট্টগ্রাম: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সমিতি ওমান। চিকিৎসা সহায়তা ছাড়াও পরিবারের স্বচ্ছলতার জন্য সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ওমান প্রবাসী চট্টগ্রামবাসীর এই সংগঠনের নেতারা।

রোববার (৭ জানুয়ারি) রাঙ্গুনিয়ায় তাঁর পরিবারের সদস্যদের কাছে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় সমিতির অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সেকান্দর হোসেন, উওর জেলা যুবলীগ নেতা কাজী রাশেদ, মো. লোকমান, লাভু বারি উপস্থিত ছিলেন।

তারা বলেন, স্বাধীন বাংলাদেশে মো. ইউসুফের মতো একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাবে, তা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শুধু চট্টগ্রাম সমিতিই নয় ওমানের ৮ লাখ প্রবাসী বাংলাদেশি তাঁর পাশে থাকবে।

তাঁর সুস্থতা কামনা করে মহান আল্লাহ কাছে বিশেষ দোয়া করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।