চট্টগ্রাম: অভিযান চালিয়ে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে নগরীর রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বাংলানিউজকে জানান, রেয়াজুদ্দীন বাজারের রাসেল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ফখর উদ্দীন চৌধুরীর নেতৃত্বে অভিযানে ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক মো. রাসেলকে মঙ্গলবার শুনানীতে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
অভিযানে নগরীর কোতোয়ালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।