সিলেটে মেজবানী টেস্ট অব চিটাগাং’র বর্ষপূর্তি
চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন নিয়ে সিলেটের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠিত মেজবানী টেস্ট অব চিটাগাং-এর প্রথম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। রোববার (০৭ জানুয়ারি) রাতে মেজবানীর প্রতিষ্ঠাতা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমনকে সাথে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বর্ষপূর্তি উৎসবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তোফায়েল আহাম্মেদ, সাবেক রোটারি গভর্নর ড. মঞ্জুরুল হক চৌধুরী, সদ্য সাবেক রোটারি গভর্নর শহিদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউল হক উজ্জ্বল, জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ রাকিব।
এসময় গোলাম রাব্বানি, শাহেদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তির উৎসবে গান শুনিয়ে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন দেশের ফোক গানের জনপ্রিয় শিল্পী ইমরান হোসাইন এবং রবি সেরা প্রতিভা সিলেটের জনপ্রিয় শিল্পি বিথী চৌধূরী।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন নিয়ে ২০১৭ সালের ৭ জানুয়ারি সিলেটের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠিত হয় মেজবানী টেস্ট অব চিটাগাং।
প্রতিষ্ঠার পর থেকে সিলেট নগরীতে চট্টগ্রামের মেজবানী খাবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশেষায়িত রেস্টুরেন্টের সাফল্যময় প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মেজবানি টেস্ট অব চিটাগাং-এ সকল খাবার আইটেমের উপর ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।