রোববার (৭ জানুয়ারি) নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।
তড়িৎ প্রকৌশল বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটির প্রধান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, অ্যাডিশনাল ডিরেক্টর রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।
বক্তারা বলেন, স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভাগের অবকাঠামো, সুযোগ-সুবিধা, শিক্ষাদান পদ্ধতি, পাঠ ও শিক্ষাক্রম, কো-কারিকুলার ও অন্যান্য এক্টিভিটিস বিষয়ে যে-জরিপ পাওয়া গিয়েছে, সে-বিষয়ে সন্তুষ্টির মাত্রা উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে এই সেমিনারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনার পরিচালনা করেন সভাপতি মোহাম্মদ ইফতেখার মনির।
সেমিনারে উপস্থিত ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষিকা-প্রাক্তন শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
টিএইচ/টিসি