সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আইসিটি বিভাগ সূত্র জানায়, এই অ্যাপসটি ভুয়া পরিচয়পত্র শনাক্ত করতে বিশেষভাবে সক্ষম।
উদ্বোধনের পর উপাচার্য বলেন, 'ডিজিটাল বাংলাদশ বিনির্মাণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদর জন্য ব্যক্তিগত তথ্যনির্ভর পরিচয়পত্র মোবাইল অ্যাপসটির কার্যক্রম একটি ইতিবাচক পদক্ষেপ। এ কার্যক্রমের ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও একধাপ এগিয় গেল। '
তিনি বলন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ শিক্ষা ও গবেষণার প্রক্রিয়ার অংশ হিসেবে ডিজিটাল আইডি প্রদান ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং শিক্ষার্থীদর নিরাপত্তা বিধানে এটি বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরল হুদা।
বাংলাদেশ সময়:১৭৩৯ ঘণ্টা, ৮ জানুয়ারি ২০১৮
জেইউ/টিসি