রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (০৮ জানুয়ারি) তাদের চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফিউদ্দিনের আদালতে হাজির করে নগর গোয়েন্দা পুলিশ।
জামিনের আবেদন না থাকায় আদালত সরাসরি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বাংলানিউজকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
গত ০১ জানুয়ারি) নগরীর পূর্ব মাদারবাড়ির বালুর মাঠ সংলগ্ন পোর্ট সিটি হাউজিং সোসাইটির মিনু ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।
এরা হলেন, ময়মনসিংহের মো.আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবি তিতুশ (২২) এবং মো.রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালেহ উদ্দিন আয়ূবী ওরফে আবু তাইছির আল বাঙালি ওরফে হাসান (১৯)।
এসময় সেখান থেকে দুজনকে গ্রেফতারের পাশাপাশি সদরঘাট থানায় হামলার পরিকল্পনা-সম্বলিত টার্গেট ওয়ান লেখা একটি মানচিত্র পাওয়া গেছে। এছাড়া ১০টি তাজা হ্যান্ড গ্রেনেড, ২টি সুইসাইডাল ভেস্ট এবং একটি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
আরডিজি/টিসি