চট্টগ্রাম: ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহীন (১৮) নামে কাভার্ডভ্যান হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরার পান্তিশাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহীন ফেনী জেলার দাগনভূইয়ার চন্দনপুর এলাকার আলী হোসেনের ছেলে।
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, স্নানশেষে কাভার্ডভ্যানের ওপর দাঁড়িয়ে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলো ওই গাড়ির হেলপার শাহীন।
এসময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।