ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাটিয়ারিতে নৌকার প্রচারণায় ‘পেট্রোল বোমা’ হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ভাটিয়ারিতে নৌকার প্রচারণায় ‘পেট্রোল বোমা’ হামলা চমেক হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডে হামলায় আহতরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবির হাটে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারণায় পেট্রোল বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নেতা আহত হয়েছেন।

আহতরা হলেন- মোহাম্মদ রায়হান, তৈয়ব উদ্দিন, সাদ্দাম হোসেন ও আবু ছালেক।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়  জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার কয়েকজন বাংলানিউজকে জানান, জাহানাবাদ এলাকায় নৌকার পক্ষে মিছিল করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির নেতা-কর্মীরাও ধানের শীষের পক্ষে মিছিল বের করেন।

দুই দলের মিছিল চেয়ারম্যান ঘাটার মেম্বার বাড়ির সামনে এলে আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলা হয়।  

চমেক হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডে হামলায় আহতরা।  ছবি: উজ্জ্বল ধরচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় আহত ৪ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দগ্ধ ৩ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে এবং রডের আঘাতে আহত ১ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম বাংলানিউজকে জানান, কোনো ধরনের উস্কানি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা আমার প্রচারণা মিছিলে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। নৌকার পক্ষে গণজোয়ার দেখে, আমাদের বিজয় নিশ্চিত জেনে তারা হামলার পথ বেছে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।