ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসকের স্ত্রী মিতু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
চিকিৎসকের স্ত্রী মিতু গ্রেফতার তানজিলা হক চৌধুরী মিতু। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: স্ত্রীর পরকিয়ার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় আত্মহত্যা করেন ডা. মোস্তফা আকাশ।

 

আত্মহত্যার আগে মোস্তফা আকাশ তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন ‘ভাল থেক আমার ভালবাসা তোমার প্রেমিকাদের নিয়ে’।  

** স্ত্রীর সঙ্গে অভিমান, চিকিৎসকের আত্মহত্যা

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসকে/টিসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।