বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ৭৫’র ১৫ আগস্টের পর আওয়ামী লীগের দুঃসময়ে যখন দল বিপর্যস্ত তখন আখতারুজ্জামান বাবু দলের হাল ধরেছিলেন।
স্মরণসভায় বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, আখতারুজ্জামান একটি প্রতিষ্ঠান। ৭৫ পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ আস্থা সংকটে ভুগছিল, নেতারা ক্ষমতার লোভে দল ছেড়েছিল তখন তিনি পাশে দাঁড়িয়েছিলেন। ১/১১ এর সময়ে বাবা (মহিউদ্দিন চৌধুরী) যখন গ্রেফতার হন, তিনি আমাকে লন্ডনে ডেকে নিয়ে বলেন- এর চেয়ে কঠিন দুঃসময় আমরা পার করেছি। কোনও সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাকে জানাবে।
স্মরণসভায় আরও বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, ১৩ নভেম্বর ২০১৯
টিসি