ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসে চবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বাসে চবি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠেছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জামাল উদ্দিন নগরের অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চবির মার্কেটিং বিভাগের ওই ছাত্রী বাংলানিউজকে জানান, 'ক্যাম্পাস থেকে শহরে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি বাসে উঠেছিলাম আমরা কয়েকজন। বাসে উঠার পর ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসেন।

এসময় তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন।

‘আমি তার দৃষ্টিআকর্ষণ করলে তিনি বলেন 'মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি। ' এরপর বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন। ’ বলেন ওই ছাত্রী।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, চবির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করে চবির পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা বিষয়টি দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, 'বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিষয়টি আমরা দেখছি।

৮ ডিসেম্বর ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন চবির এক নম্বর গেট এলাকায়। পরে অভিযুক্ত মানিক মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে ২৮ নভেম্বর পটিয়া থেকে চট্টগ্রামে ফেরার পথে সোহাগ পরিবহনের একটি বাসে চবির মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বাস চালক ও হেল্পার দ্বারা যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ৩০ নভেম্বর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।