ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ একর জায়গা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ একর জায়গা উদ্ধার আকবরশাহে রেলের জমি উদ্ধারে অভিযান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম:  রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন নগরের আকবরশাহ এলাকায় রেলেওয়ের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে ভূ-সম্পত্তি বিভাগ। এসময় ৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এর আগে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে জড়ো হতে থাকেন অবৈধ দখলদাররা।

কেউ কেউ নিজেদের জায়গা প্রমাণ করতে কাগজপত্রও সঙ্গে নিয়ে আসেন। তবে কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারেননি।
পরে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে অভিযান শুরু করা হয়।

আকবরশাহে রেলের জমি উদ্ধারে অভিযান।  ছবি: উজ্জ্বল ধরসাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান যেমন আছে তেমনি বসতিও রয়েছে।

ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, বিজয়ের মাস হওয়ায় এ মাসে অভিযান শিথিল করা হয়। আজ থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আকবরশাহে রেলের জমি উদ্ধারে অভিযান।  ছবি: উজ্জ্বল ধররেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট আশাবুল ইসলাম, সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাস ছাড়াও বাহিনীর ১৫ সদস্য ও আকবরশাহ থানা পুলিশ অভিযানে সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।