ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, দাবি মোছলেমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, দাবি মোছলেমের ভোটকেন্দ্র পরিদর্শন করেন মোছলেম উদ্দিন আহমদ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে নগরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

মোছলেম উদ্দিন বলেন, নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে আমি সন্তুষ্ট।

নির্বাচন কমিশন থেকে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা সন্তোষজনক। এ নির্বাচন নিয়ে মানুষ আশা করছে, যে উন্নয়ন কাজগুলো চলছে- তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। এজন্যই তারা বিভিন্ন অভিযোগ করছে। তাদের প্রস্তুতি নাই বলে একটি বাহানা খুঁজছে। তারা জানে, জনগণ নৌকার পক্ষে ভোট দিবে। ভরাডুবির আশঙ্কা করেই তারা এখন অনেক কথাই বলছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।