ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মের বাণী শুধু মুখে আওড়ানোর জন্য নয়: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ধর্মের বাণী শুধু মুখে আওড়ানোর জন্য নয়: নাছির শিক্ষা সামগ্রী বিতরণ করেন মেয়র।

চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ধর্মের বাণী শুধু মুখে আওড়ানোর জন্য নয়। তা অন্তরে ধারণ করে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নগরের জেএমসেন হলে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ আয়োজিত সরস্বতী পূজার বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, একজন প্রকৃত ধার্মিক কখনো অসৎ, দুর্নীতি পরায়ণ, অসামাজিক কিংবা অমানবিক হতে পারে না।

ধর্মীয় নির্দেশনা মানুষকে জ্ঞানী, সৎ, পবিত্র, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়।

‘ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা, বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা উচিত নয়।

চট্টগ্রাম আইন কলেজ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সনজয়ীতা দত্ত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, অ্যাডভোকেট চন্দন তালুকদার, সুমন দেবনাথ, সুজিত দাশ, প্রকাশ দাশ অসিত, বিমল কান্তিদে, অ্যাডভোকেট নিখিল কুমার, সুমন দাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে গরীব অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।