ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্রামের প্রতি দায়িত্ববান হতে তথ্যমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
গ্রামের প্রতি দায়িত্ববান হতে তথ্যমন্ত্রীর আহ্বান বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামের প্রতি দায়িত্ববান হতে হবে। কারণ নিজ গ্রামের প্রতি দায়িত্ব পালন না করলে গ্রামের মানুষ অভিমান করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ড. হাছান মাহমুদ বলেন, বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মাণের একটি কথা এখানে এসেছে।

আমি বলবো, আপনারা কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণ না করে গাছ দিয়ে সীমানা প্রচীর নির্মাণ করুন। এতে পরিবেশ সুন্দর থাকবে।

এলাকার উন্নয়নে সব সময় মানুষের পাশে থাকবেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। মঞ্চে দাঁড়িয়ে দাবির কথা না বলে যেকোনো সময় যেকোনা বিষয়ে আসুন। পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবো।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ইউএনও সায়েদুল আরেফিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।