ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিইউজে নির্বাচনে সভাপতি মোহাম্মদ আলী, সা. সম্পাদক শামসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
সিইউজে নির্বাচনে সভাপতি মোহাম্মদ আলী, সা. সম্পাদক শামসুল মোহাম্মদ আলী ও ম. শামসুল ইসলাম।

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মোহাম্মদ আলী পেয়েছেন ১৪০ ভোট ও সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম পেয়েছেন ২২৮ ভোট।

নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান ফেরদৌস পেয়েছেন ১৫১ ভোট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জসীম উদ্দিন চৌধুরী সবুজ।

---

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রতন কান্তি দেবাশীষ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলোকময় তলাপাত্র পেয়েছেন ১২৬ ভোট।

সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনিন্দ্য টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবসার মাহফুজ পেয়েছেন ১৩৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ১১৫ ভোট।

অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাশেম শাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর উদ্দিন আহমদ পেয়েছেন ১২২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম ইফতেখারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ১৫০ ভোট।

প্রচার সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইফতেখার ফয়সাল।

নির্বাহী সদস্যের একটি পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মহরম হোসাইন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট নয়টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪০৩ ভোটারের মধ্যে ৩৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।