ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানসিক দক্ষতা বাড়াতে আইকিউ মাস্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
মানসিক দক্ষতা বাড়াতে আইকিউ মাস্টার ‘আইকিউ মাস্টার ২০২০’ অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

চট্টগ্রাম: মানুষের বুদ্ধিমত্তা নাকি গাছের চারার মতো। একটু যত্নআত্তি পেলেই তা সবুজ পাতার মতো রঙ ছড়াতে শুরু করে। ক্যারিয়ার কিংবা জীবনের যে কোনো সিদ্ধান্ত- সবখানেই চাই মানসিক দক্ষতা।

তরুণ-তরুণীদের এই মানসিক দক্ষতা বৃদ্ধি, বুদ্ধিবৃত্তি আর মনে রাখার নানান কৌশল নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘আইকিউ মাস্টার ২০২০। ’

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) টীম চিটাগাং ও লেটস ফ্লাই চট্টগ্রাম নামের দুটি সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়- দুটি শাখাতে মোট ৮০০ শিক্ষার্থী অংশ নেন। পরে সেখান থেকে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২৬ জনকে মেধা পরীক্ষায় ভালো ফলাফল করায় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেশসেরা তরুণ উদ্যোক্তা, মানবসম্পদ কর্মকর্তা ও কর্মক্ষেত্রে সফল এমন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন: টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, চিটাগং স্টক এক্সচেঞ্জের হেড অব হিউম্যান রিসোর্স আরিফ আহমেদ, দ্যা আমেরিকান কর্ণারের আউটরিচ কো-অর্ডিনেটর এ কিউ এম মুশফিক হাসান, গ্রো উইথ হেমির বিজনেস কোচ হেমি হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের স্ট্রেটিজিক পার্টনার ছিল নিউ এরা ট্রেনিং সেন্টার। কমিউনিকেশন পার্টনার লীড বাংলাদেশ ও ওয়েলনেস পার্টনার ছিল শিউরসেল চট্টগ্রাম।

আইকিউ মাস্টার ২০২০ এর আহ্বায়ক দেবায়ন চক্রবর্তী বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা তরুণ ছাত্র-ছাত্রীদের আগামি দিনে আরও চৌকষ করে গড়ে তোলার চেষ্টা করেছি। এখানে লিখিত পরীক্ষা ও বিভিন্ন ধরনের প্রশ্নপত্রের মাধ্যমে তাদের মেধার দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছি।

আইকিউ মাস্টার ২০২০ এর আয়োজক টীম চিটাগাং এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমতিয়াজ উদ্দীন জিহাদ বলেন, প্রথমবার হলেও খুব ভালো সাড়া পেয়েছি আমরা। আই কিউ বৃদ্ধির সঙ্গে বাস্তবমুখী চিন্তা ও সাধারণ জ্ঞানের বিষয়গুলো যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা অনেক শিক্ষার্থীরই জানা ছিল না।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।