ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ভেন্টিলেটর ভেঙে পালালো আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
পটিয়ায় ভেন্টিলেটর ভেঙে পালালো আসামি

চট্টগ্রাম: পটিয়ায় হাজতখানা থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক মোছাম্মৎ লাইজু (৩৮) নামে এক নারী পালিয়েছেন। এ ঘটনায় পটিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পটিয়া থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পটিয়া পোস্ট অফিস এলাকা থেকে ইয়াবাসহ লাইজুকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

তার পেটের ভেতর থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা বের করা হয়। কিন্তু সকালে দেখা যায় টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন ওই নারী।
এ ঘটনায় এএসআই শামসুদ্দিন ভুইয়া, কনস্টেবল রিয়াজ উদ্দিন ও মমতাজ বেগম নামে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পটিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় পেটে ইয়াবা আছে এমন সংবাদের ভিত্তিতে লাইজু নামে ওই নারীকে আটক করা হয়। তাকে হাজতখানায় রাখা হলে সকালে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০২০

এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।