ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান অলিম্পিয়াড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান অলিম্পিয়াড বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান অলিম্পিয়াড

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের উদ্যোগে ‘ফার্ম ফেস্ট ২০২০ অ্যান্ড বিজ্ঞান অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফ্রেবুয়ারি) সকালে চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি আফরিন আহমদ হাসনাইন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য।

সুরাইয়া তাবাস্সুম ও জামিল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. হযরত আলী মিয়া।

বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, এলবিয়ন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের জেনারেল ম্যানেজার ফরিদুর রহমান, কিউবিক এডুকেশন’র পরিচালক মো. সরফরাজ খান, সায়েন্স অলিম্পিয়াড’র সহকারী অধ্যাপক মাইকেল দত্ত।

অলিম্পিয়াডে ১১টি প্রতিষ্ঠানের ৪৭টি দল অংশগ্রহণ করে। এতে পটিয়া সরকারি কলেজের আফরোজা খানম সাথী ও সৈয়দা জান্নাতুল মাওয়া যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আরিফুর রহমান ও মো. বেলাল উদ্দীন ১ম রানার আপ এবং পটিয়া সরকারি কলেজের ছাত্র আজহার হোসেন ও রায়হান উদ্দীন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন।

পরে বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।