ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী নূরুচ্ছাফা তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
আইনজীবী নূরুচ্ছাফা তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত আইনজীবী নুরুচ্ছফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা

চট্টগ্রাম: আইনজীবী নুরুচ্ছফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ কবরে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করেন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদে জোহর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আইনজীবী সমিতির নেতা, আদালতের ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন।

মরহুমের চট্টগ্রাম শহরের নিজ বাসভবন মৌসুমি আবাসিক এলাকায় আলিফ মিম জামে মসজিদে মৌসুমি আবাসিক এলাকা সোসাইটির উদ্যোগে বাদে আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া সুখবিলাসে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। বাদে জোহর রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

বাদে আছর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন পদুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সদস্য এরশাদ মাহমুদ, সহসভাপতি আবদুল কাইয়ুম তালুকদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাস্টার আসলাম খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, আরিফুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, বন ও পরিবেশ সম্পাদক জসিম উদ্দিন শাহ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, শ্রমবিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক হালিম তালুকদার, সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, সদস্য মোবারক আলী, নুরুল হুদা প্রমুখ।

এ ছাড়া বাদে আছর পোমরা খাঁ মসজিদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুবের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন ইউপি সদস্য আবু তাহের, আবুল ফয়েজ, মাওলানা আবদুল মান্নান হারুনী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এএম বাবুল, ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান খান, একে মামুন, আহমদ সওদাগর, সাখাওয়াত হোসেন, নুরুল আবছার নয়ন, মো. জামাল, ইউসুফ খান, আবদুল মান্নান, রাশেদুল ইসলাম প্রমুখ।  

অ্যাডভোকেট আলহাজ নুরুচ্ছফা তালুকদার মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর, রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছিলেন। ২০১১ সালের এইদিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তিনি একজন নির্লোভ, নিরহংকার ও সজ্জন আইনজীবী ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে চট্টগ্রাম আওয়ামী লীগ বিশেষ করে উত্তর চট্টগ্রামের আওয়ামী লীগকে সংগঠিতকরণে তার ভূমিকা ছিল অনন্য।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।