ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
চট্টগ্রামের ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬ কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার এসব কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়।

প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে মাধ্যমিকের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ বাংলানিউজকে জানান, চট্টগ্রামে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৬২টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম মাঠে কাজ করছে।

তিনি জানান, দেশের অন্যতম বড় এ পাবলিক পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে যাতে কেউ সুবিধা নিতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।