ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

চট্টগ্রাম: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে দেবী রানী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করলে এলাকার লোকজন তাড়ানোর জন্য বের হয়।

এসময়ে দেবী রানী ঘরে সামনে হাতির পায়ে পিষ্ট হয়। তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি ওই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।