ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের সম্পদ রক্ষা: পুরস্কৃত রেলকর্মচারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
রেলওয়ের সম্পদ রক্ষা: পুরস্কৃত রেলকর্মচারী পুরস্কৃত হলেন মো. শরিফ হাসান।

চট্টগ্রাম: রেলওয়ের যন্ত্রপাতি চোর চক্রের দুইজন সদস্যকে হাতেনাতে ধরে পুরস্কৃত হলেন মো. শরিফ হাসান নামে রেলের এক কর্মচারী।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চল অফিস সিআরবিতে মহাপরিচালক (ডিজি) মো. শামছুজ্জামান তাকে পুরস্কৃত করেন।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উর-আলম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

জানা যায়, ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় জামালপুরের পিয়ারপুরে চোর চক্রের দুই সদস্য রেলের স্লিপার থেকে ক্লিপ চুরি করছিল। এসময় ওই রুট রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা রেল কর্মচারী শরিফ হাসান তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে রেলওয়ে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। পুলিশ ওই দুইজন থেকে ৫০টি রেলের ক্লিপ উদ্ধার করে।

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামছুজ্জামান বলেন, রেলের সম্পদ রক্ষায় এরকম দায়িত্ববোধ সবার থাকা দরকার। যেখানে রেলের ক্ষতি হবে সেখানে সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। উন্নত দেশগুলোতে সবাই সবার দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করেন।

পুরস্কার পাওয়ার পর শরিফ হাসান বাংলানিউজকে বলেন, ওই দুই চোর ৬ মাস ধরে রেলের ক্লিপ চুরি করে আসছে। রেলওয়ে পুলিশ ওই দুইজনের তথ্যের ভিত্তিতে পুরো চোর চক্রের ১০জনকে গ্রেফতার করে। যারা বিভিন্ন সময় সুযোগ পেলে রেলের সম্পদ চুরি করতো।

‘আমি ওই চোরদের ধরিয়ে দেওয়ার কারণে নিরাপত্তার হুমকির মধ্যে আছি। রেল প্রশাসনের কাছে আমাকে অন্য জায়গায় দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছি। ’

রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ বাংলানিউজকে বলেন, তার নিরাপত্তার কথা চিন্তা করে  অন্য জায়গায় দায়িত্ব দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছি। তারা তাকে তার পছন্দের জায়গায় দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।