ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদে ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
আগ্রাবাদে ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের যাত্রা শুরু আগ্রাবাদে যাত্রা শুরু করেছে চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন।

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র আগ্রাবাদে যাত্রা শুরু করেছে চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারের (জনতা ব্যাংক ভবন সংলগ্ন) গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে সফট ওপেনিং করা হয় চেইন হোটেলটির।

এ সময় উপস্থিত ছিলেন বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. শাহ আলম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান, বিজনেস পার্টনার অ্যান্ড ডেভলপমেন্ট ফর বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মেজর (অব.) শওকত হোসেইন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এএফএম শওকত আহমেদ, পরিচালক জহির উদ্দিন আহমেদ, এম নাজমুল হোসেইন টুটুল, মো. ইউসুফ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, ফিরোজ আহমেদ, রিংকু কান্তি দাশ, কাজী মনসুর উদ্দিন, মো. সালাউদ্দিন, রুহুল আমিন স্বাধীন, মো. শহীদ উল্লাহ, মো. ওসমান গনি, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, মো. আশিকুল হক, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের রিজিওনাল হেড মো. সোলায়মান হোসেন, করপোরেট হেড মো. শোয়েব, জিইসি শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ, ডিজাইনার আহমেদ নেওয়াজ প্রমুখ।

এম নাজমুল হোসেইন টুটুল বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে প্রথম চার তারকা মানের চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন। এখানে ৮৮টি রুম আছে।

এর মধ্যে ১১টি স্যুট, ৩৫টি কাপল বেডের (কুইন), ৪২টি টুইন বেডের। এ কক্ষগুলো থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর, বঙ্গোপসাগর, কর্ণফুলী নদী ও আগ্রাবাদ ডেবার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা।  রয়েছে ‘পতেঙ্গা’ রেস্টুরেন্ট, রুপটপে ‘আকাশ’ রেস্টুরেন্ট, ৪০০ আসনের ব্যাংকুইট হল ‘নোঙর’, ৩০, ৪০ ও ৬০ আসনের কনফারেন্স হল, বার, সুইমিং পুল, জিম, সেলুন, প্রেয়ার রুম, স্পা ইত্যাদি আন্তর্জাতিক মানের সেবা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।