ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪০ হাজার ইয়াবাসহ ধরা দুই যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
৪০ হাজার ইয়াবাসহ ধরা দুই যুবক গ্রেফতার দুইজন

চট্টগ্রাম: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতার হন তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

গ্রেফতার দুইজন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেথুয়া এলাকার আবু মুছার ছেলে মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে ঢুকছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে এসব ইয়াবা নিয়ে আসছিল তারা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।