ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সচেতনতাই ক্যানসার থেকে মুক্তি দিতে পারে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
‘সচেতনতাই ক্যানসার থেকে মুক্তি দিতে পারে’ বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সারা বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যানসার।

তিনি বলেন, ক্যানসার তুলনামূলক একটি ভীতিকর রোগ। ক্যানসার শরীরে ধীরে ধীরে মহামারী আকার ধারণ করে।

তবে সঠিক সময়ে এ রোগ সনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা করালে রোগী সুস্থ হয়ে উঠে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, এটি একটি অস্বাভাবিক কোষ বৃদ্ধিজনিত রোগ, যা শরীরের অন্যান্য অংশের উপর আক্রমণ বা বিস্তার লাভ করে। ক্যানসারের সচেতনতা বৃদ্ধি, সনাক্তকরণ, প্রতিরোধ এবং চিকিৎসায় উৎসাহিত করার জন্য আন্তর্জাতিকভাবে প্রতি বছর ফেব্রয়ারির ৪ তারিখ বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে আসছে।

তিনি বলেন, ধুমপান, অ্যালকোহল, জর্দা-তামাকপাতা, কিছু প্রক্রিয়াজাত খাবার, রেডমিট, ফাস্টফুড, পোড়া খাবার খাওয়া, ক্যালসিয়াম কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থুলতা বা বেশি ওজনের কারণে ক্যানসার হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।