ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চীন ফেরত ৩ জন হাসপাতালে ভর্তি, ২ জনের করোনা মেলেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
চীন ফেরত ৩ জন হাসপাতালে ভর্তি, ২ জনের করোনা মেলেনি ফাইল ছবি

চট্টগ্রাম: চীন ফেরত ৩ জন চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর ২ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা মেলেনি।

তবে ১৫ জানুয়ারি চীন থেকে ফেরার পর ২ ফেব্রুয়ারি সর্দি-জ্বর নিয়ে সর্বশেষ ভর্তি হওয়া এক নারী শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। তাকে বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই নারী শিক্ষার্থীর করোনা ভাইরাস আছে কি-না, বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জানতে পারবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, এ পর্যন্ত চীন ফেরত তিনজনকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুই জনের শারীরিক পরীক্ষা রিপোর্টে করোনা ভাইরাসের নমুনা মেলেনি। দুই ফেব্রুয়ারি নতুনভাবে চীন ফেরত এক নারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

করোনা ভাইরাস না মেলায় বাকী দুইজন হাসপতাল ছেড়েছেন বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।