ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিহ্যাব ফেয়ার উপলক্ষে সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
রিহ্যাব ফেয়ার উপলক্ষে সাইকেল র‌্যালি রিহ্যাব ফেয়ার উপলক্ষে সাইকেল র‌্যালি।

চট্টগ্রাম: রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২০ উপলক্ষে নগরে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র‌্যালি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী।

প্রধান অতিথির বলেন, সুন্দর ও দূষণমুক্ত শহর গড়তে সাইকেলই হতে পারে পরিবেশবান্ধব একটি যানবাহন।

তাছাড়া নগরের যানজট নিরসনে যাতায়াতের বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে এ যানটি।

বক্তব্য দেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

তিনি বলেন, দূষণমুক্ত শহর গড়তে হলে সাইকেলের প্রয়োজন রয়েছে। রিহ্যাব যেহেতু স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে কাজ করে সেজন্য মেলা উদ্বোধনের আগে এ রকম একটি কর্মসূচি পালন করছি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।