ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২২ ফেব্রুয়ারি শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২২ ফেব্রুয়ারি শুরু আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলগুলোকে নিয়ে আগামি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘৯ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড-২০২০’।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ চট্টগ্রামে বাংলা ভাষার চর্চা সর্বত্র ছড়িয়ে দিতে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক, দেশসেরা ভাষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক, সাংস্কৃতিকর্মীসহ সমাজের নানান পেশার মানুষ।

সম্প্রতি এ উপলক্ষে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের পক্ষ থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে আগামি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯ম বাংলা অলিম্পিয়াড। ২৯ ফেব্রুয়ারি ঢাকার উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

ইতোমধ্যে অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। স্কুলগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনের জন্য থাকছে স্কুলের পক্ষ থেকে আমেরিকা ভ্রমণের সুবর্ণ সুযোগ। মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। যার মধ্যে রয়েছে: আবৃত্তি, সঙ্গীত, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, নৃত্য, বাংলা কুইজ ও রচনা প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন, বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান, স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ, সারোয়ার হোসেন, মো. মিজানুর রহমান প্রমুখ।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মূলত ইংরেজি মাধ্যম স্কুলগুলো ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। যা দেশের সবচেয়ে বড় আয়োজন।

বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান বলেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, অভিনেতা হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর থেকে শুরু করে দেশের গুণীজনরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।