ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণিল আয়োজনে সন্ধানী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
বর্ণিল আয়োজনে সন্ধানী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণিল আয়োজনে সন্ধানী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম:  সেচ্ছাসেবী সংগঠন 'সন্ধানী' পালন করেছে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা এবং রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ।

মোহসেন উদ্দিন আহমেদ বলেন, রক্তদান একটি মহৎ উদ্দেশ্য। আর এ কাজটি ৪৩ বছর ধরে নিঃস্বার্থ ভাবে করে আসছে সন্ধানীর মত সংগঠন।

আশা করবো, এ সংগঠনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দীন মাহমুদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. মোহাম্মদ মনোয়ার উল হক প্রমুখ।

পরে সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিটের অফিসিয়াল ওয়েবসাইট www.sandhani cmcu.org এর উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সন্ধ‍ানী।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।