ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোপাদিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
পোপাদিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের হাওলা সাধারণ পাঠাগার মাঠে বঙ্গবন্ধু স্মৃতি রাত্রিকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অশোক ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

পোপাদিয়া বঙ্গবন্ধু পরিষদের ব্যবস্থাপনায় এবং গণেশ অ্যান্ড কোং এর সৌজন্যে ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। উদ্বোধনী খেলায় উত্তর করলডেঙ্গা ক্রিকেট একাদশ ও  কানুনগোপাড়া খঞ্জপাড়া আদর্শ ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দিদারুল আলম, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোকারম, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাজীব চক্রবর্তী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য সরফরাজ নেওয়াজ রিমন, লায়ন নিউটন আচার্য, নাজু আহমেদ পাভেল, নভোজিত চৌধুরী রানা, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী।

অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা অনির্বাণ দাশ বাবু, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় ভঞ্জ জিতু, করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ রিপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সায়েম কবির, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তুষার নন্দী ফুলু, ইউপি সদস্য বিটু মিত্র, মিজানুর রহমান, বাদল ভঞ্জ, উত্তম চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যীশু দে, আসাদুজ্জামান হাসান, মিটু মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসিম চৌধুরী, টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অমরনাথ নন্দী, এমদাদ হোসেন, উজ্জ্বল বিশ্বাস, ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ সেন টিংকু, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল দাশ, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কানু দেব, সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন, বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে শান্তু চৌধুরী রোহান, সাগর চৌধুরী রোহিত, মো. মাহিন, মিঠু ধর, শিমুল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।