ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুল হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুল হাসপাতালে ভর্তি অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুল হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবুল ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে আছেন।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এমআর/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।