চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবুল ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে আছেন।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এমআর/টিসি/এমএমএস