ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেয় সর্বস্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেয় সর্বস্ব

চট্টগ্রাম: কৌশলে বাসা বাড়িতে ডেকে নিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয় এমন একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) চান্দগাঁও কার্যালয়ে ব্রিফিংয়ে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।

আটক চার জন হলেন- বোয়ালখালী থানাধীন গোমদণ্ডী ফুলতল এলাকার ফয়েজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার (৩১), কাউছার পারভীন সেপু (২৯) ও ফারজানা আক্তার প্রকাশ বেনু এবং বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সানি।  

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, ১৯ সেপ্টেম্বর একজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করেন।

 

পরে র‌্যাব ঘটনা তদন্তে নেমে এ চক্রের সন্ধান পায়। আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। এ চক্রে আরও সদস্য রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।