ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ফেনীতে ট্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ফেনীতে ট্রেন দুর্ঘটনা।

চট্টগ্রাম: ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ফেনীর ফতেপুরে এ দুর্ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমানকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটি ঘটনাস্থলে গেছে।

ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত বাংলানিউজকে বলেন, ফেনীতে ট্রেন দুর্ঘটনার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ দুর্ঘটনার পর গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা,  অক্টোবর ১১, ২০২০
জেইই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।