ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি চবি ছাত্রলীগের 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি চবি ছাত্রলীগের  চবি শাখা ছাত্রলীগের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ দাবি জানান।

 

মানববন্ধনে চবি শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান স্বাভাবিক প্রক্রিয়ায় চললেও বন্ধ হয়ে আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে অনেক শিক্ষার্থী স্থগিত হওয়া পরীক্ষা দিতে পারছে না।

যাদের সার্টিফিকেট কিংবা ফলাফল আটকে আছে, তারা কোনো চাকরিতেও আবেদন করতে পারছে না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যদি সম্ভব না হয়, প্রয়োজনে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন।

মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতারা প্রক্টর বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।